Home মির্যা কাদিয়ানী কাদিয়ানীদের চেপে রাখা ধর্মবিশ্বাস

কাদিয়ানীদের চেপে রাখা ধর্মবিশ্বাস

1
কাদিয়ানীদের চেপে রাখা ধর্মবিশ্বাস

স্ক্রিনশট নং ১

তাযকিরাতুশ শাহাদাতাইন (বাংলা) ৮২, মির্যা কাদিয়ানী মুহাম্মদী সিলসিলায় সবার শেষে আগমনকারী একজন শেষনবী। নাউযুবিল্লাহ।

স্ক্রিনশট নং ২

মুহাম্মদ ও আহমদ দাবী
দৈনিক আল-ফজল, পাতা নং ৩, তাং ২৮-১০-১৯১৫ ইং, মির্যা কাদিয়ানীই স্বয়ং মুহাম্মদ (সা:)।
মুহাম্মদ (সা:) দ্বীন পরিপূর্ণভাবে পৌঁছাতে পারেননি তাই মির্যা কাদিয়ানী মুহাম্মদ (সা:) এর দ্বিতীয় প্রকাশ হিসেবে পৃথিবীতে পুনরায় এসে দ্বীন পরিপূর্ণ করেছেন। নাউযুবিল্লাহ।

স্ক্রিনশট নং ৩

হাকীকাতুল ওহী, এখানে মির্যা নিজ রচনায় নিজেকে হযরত ঈসা (আ:) এর চেয়েও মর্যাদায় বড় হওয়ার দাবী
দৈনিক আল-ফজল, এখানে মির্যাপুত্রের ভাষ্যমতে – যে কেউ মুহাম্মদ (সা:) এরও আগে মর্যাদায় অগ্রসর হয়ে যেতে পারে বলে দাবী

স্ক্রিনশট নং ৪

সাপ্তাহিক আল-বদর, এখানে মির্যা কাদিয়ানী হযরত মুহাম্মদ (সা:) এর চেয়েও মর্যাদায় অগ্রসর হয়ে যাওয়ার কথা উল্লেখ রয়েছে।
দৈনিক আল-ফজল, এখানে মির্যা তার মুরিদকে “জাজাকুমুল্লাহ” বলে দোয়া করার উল্লেখ আছে।

স্ক্রিনশট নং ৫

কলেমার মুহাম্মাদুর রাসুলুল্লাহ এর অর্থে মির্যা কাদিয়ানীও অন্তর্ভুক্ত থাকার দাবী
কালিমাতুল ফছল, এখানে মির্যা কাদিয়ানীর উপর কাদিয়ানে কুরআন শরীফ দ্বিতীয়বার নাযিল করার দাবী উল্লেখ আছে।

স্ক্রিনশট নং ৬

তাযকিরাহ, এখানে মির্যাকে অমান্যকারীদের অমুসলিম আখ্যা দেয়া হয়েছে।

স্ক্রিনশট নং ৭

আনওয়ারুল উলূম ৩/১৪৮, গয়ের আহমদীদেরকে “অমুসলিম” মনে করা ফরজ।
মির্যা কাদিয়ানীর নামও যারা শুনেনি তারাও কাফের, ইসলাম থেকে খারিজ।

স্ক্রিনশট নং ৮

কাদিয়ানীদের বিজয়ের সমর্থক নয় যারা তারা জারজ, বৈধ সন্তান নয়।

স্ক্রিনশট নং ৯

কাদিয়ানী বিরোধীদের স্ত্রীরা জঙ্গলার কুকুরেরও অগ্রে চলে গেছে।
রূহানী খাযায়েন ৫/৫৪৮, যারা মির্যা কাদিয়ানীর দাওয়াত কবুল করেনা তারা বেশ্যার সন্তান!

স্ক্রিনশট নং ১০

কাদিয়ানীদের মেয়ে কোনো অ-কাদিয়ানী বিয়ে করতে পারবেনা।
দৈনিক আল-ফজল, মুসলমানদের সাথে কাদিয়ানীদের সমস্ত ক্ষেত্রে পার্থক্য রয়েছে বলে স্বীকারোক্তি।
কাদিয়ানীর জীবদ্দশায় তার কতিপয় অনুসারী।
  • কাদিয়ানীরা বর্তমানে কমবেশি ৮টি দলে বিভক্ত হওয়ার তথ্য জানুন এখানে

লিখক, শিক্ষাবিদ ও গবেষক

মুহাম্মদ নূরুন্নবী এম.এ

Previous article মির্যার রচনায় রাণী ভিক্টোরিয়ার অতিরঞ্জিত গুণকীর্তন
Next article ঈসা (আ.) আবার আসলে তখন শেষনবী কে হচ্ছেন?
প্রিয় পাঠকবৃন্দ! এটি সম্পূর্ণ দ্বীনি ও অলাভজনক একটি ওয়েবসাইট। প্রতি বছর এটির ডোমেইন ও হোস্টিং ফি হিসেবে আমাকে এর ব্যয় বহন করতে হচ্ছে। যদি উক্ত ব্যয় বহন করতে অপারগ হই তাহলে এই সাইটটি নিশ্চিত বন্ধ হয়ে যাবে। সেহেতু আপনাদের সবার নিকট আবেদন থাকবে যে, আপনারা সাইটটির উক্ত ব্যয় বহনে এতে বিজ্ঞাপন দিতে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উৎসাহিত করবেন এবং নিজেরাও সহযোগিতায় এগিয়ে আসবেন। বিনীত এডমিন! বিকাশ : ০১৬২৯-৯৪১৭৭৩ (পার্সোনাল)

1 COMMENT