Home খাতামুন নাবীঈন অভিধান থেকে ‘খাতাম’ (خاتم) অর্থ

অভিধান থেকে ‘খাতাম’ (خاتم) অর্থ

1
অভিধান থেকে ‘খাতাম’ (خاتم) অর্থ

আরবী “খাতাম” (خاتم) অর্থ – আংটি, সীল, ছাপ, শেষ, সমাপ্তি। ‘খাতামুন নাবিয়্যীন অর্থ- সর্বশেষ নবী : হযরত মুহাম্মদ (স)। (অভিধান : আল মু’জামুল ওয়াফী, ডক্টর ফজলুর রহমান)। প্রামাণ্য স্ক্যানকপি

আরবী বাংলা অভিধান

এবার কয়েকটি পূর্ববর্তী প্রাচীনতম অভিধান ও তাফসীরগ্রন্থ থেকে ‘খাতামান নাবিয়্যীন’ এর অর্থ উল্লেখ করছি,

১. ইসলামের প্রাচীন লিটারেচার ও সুপ্রসিদ্ধ আরবী অভিধান গ্রন্থ ‘তাজুল উরূস‘ এর ৭৬৮৭ নং পৃষ্ঠায় পরিষ্কার করে লিখা আছে, ومنه قوله تعالى: {وخاتم النبيين} أي آخرهم অর্থাৎ আল্লাহতালার বাণী : ওয়া খাতামান নাবিয়্যীন অর্থ- আখেরি নবী (তথা শেষনবী)।

২. ইমাম ইবনুল মানযূর (রহ.) এর শ্রেষ্ঠ আরবী অভিধান গ্রন্থ ‘লিসানুল আরব‘ এর ১২তম খণ্ডের ১৬৪ নং পৃষ্ঠায় লিখা আছে, وخِتامُ القَوْم وخاتِمُهُم وخاتَمُهُم آخرُهم……ولكن رسول الله وخاتِمَ النبيّين}: أَي آخرهم অর্থাৎ খিতামুল কওম এবং খাতিমুহুম এবং খাতামুহুম (শব্দগুলোর সমার্থক অর্থ) আখিরুহুম তথা তাদের সর্বশেষ……(আল্লাহর বাণী:) কিন্তু তিনি আল্লাহর একজন রাসূল এবং খাতিমান নাবিয়্যীন তথা তাঁদের মধ্যে তিনি সর্বশেষ। বলে রাখতে চাই যে, শুধুমাত্র ‘ক্বেরাতে হাফস’ ব্যতীত সর্বসম্মত অপরাপর ক্বেরাত মতে خاتم النبيين আয়াতাংশের পঠনরীতিতে ‘তা’ বর্ণে যের রয়েছে (‘লিসানুল আরব’ অভিধান দ্রষ্টব্য)। ‘লিসানুল আরব’ অভিধান গ্রন্থে সুস্পষ্টভাবে আরও লিখা আছে যে, (আরবী) والخاتِمَ والخاتَمُ من اسماء النبى صلى الله عليه وسلم অর্থাৎ خاتِمَ (খাতিম) এবং خاتَمُ (খাতাম) দু’টিই নবীকরীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। প্রামাণ্য স্ক্যানকপি দ্রষ্টব্য,

Lisanul Arab 12:164 Old Arabic Dictionary

৩. ইমাম রাগিব আল ইস্পাহানী (রহ.) এর ‘আল মুফরাদাত‘ এর ১৪২ নং পৃষ্ঠায় লিখা আছে خاتم النبيين ختم النبوة أى تممها بمجيئه অর্থাৎ খাতামান নাবিয়্যীনই নবুওয়তের সমাপ্তি। এর অর্থ হল, তিনি তার আগমন দ্বারা নবুওয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন।

৪. ‘তাহযীবুল লুগাতিল আযহারী‘ গ্রন্থের ২য় খণ্ডের ৪৭৪ নং পৃষ্ঠায় লিখা আছে, مَا كانَ مُحَمّدٌ أبَا أحَدٍ مِنْ رِجَالِكُمْ ولكنَّ رسول اللهِ وخَاتِمَ النَّبِيِّين (معناه: آخر النَّبيِيِّن.) অর্থাৎ মুহাম্মদ (সা.) তোমাদের কোনো পুরুষদের মধ্য থেকে কারো পিতা নন, তবে কিন্তু তিনি আল্লাহর একজন রাসূল এবং খাতিমান নাবিয়্যীন, এর অর্থ হচ্ছে আখিরুন নাবিয়্যীন বা সর্বশেষ নবী।

৫. সর্বাধিক প্রাচীন যুগীয় ইসলামী লিটারেচার ও তাফসীরগ্রন্থ ‘তাফসীরে তাবারী‘-তে ইবনে জারীর আত-তাবারী (রহ.) লিখেছেন, ولكنَّ رسول اللهِ وخَاتِمَ النَّبِيِّين (أى: آخرهم) অর্থাৎ তবে কিন্তু তিনি আল্লাহর একজন রাসূল এবং খাতিমান নাবিয়্যীন, এর অর্থ হচ্ছে আখিরুহুম বা তাদের মধ্য হতে সর্বশেষনবী।

  • উল্লেখ্য, মির্যা কাদিয়ানী নিজেও “নবী” দাবী করার আগে তার ‘ইজালায়ে আওহাম’ গ্রন্থে “খাতাম” অর্থ লিখেছে – সমাপ্তকারী (উর্দূ: ختم کرنے والا)। রূহানী খাযায়েন ৩/৪৩১। স্ক্রিনশট দ্রষ্টব্য।
.

লিখক, শিক্ষাবিদ ও গবেষক

Previous article কাদিয়ানীর নবী রাসূল দাবীর সুস্পষ্ট প্রমাণ
Next article কুরআনের আলোকে আকীদায়ে খতমে নবুওয়ত
প্রিয় পাঠকবৃন্দ! এটি সম্পূর্ণ দ্বীনি ও অলাভজনক একটি ওয়েবসাইট। প্রতি বছর এটির ডোমেইন ও হোস্টিং ফি হিসেবে আমাকে এর ব্যয় বহন করতে হচ্ছে। যদি উক্ত ব্যয় বহন করতে অপারগ হই তাহলে এই সাইটটি নিশ্চিত বন্ধ হয়ে যাবে। সেহেতু আপনাদের সবার নিকট আবেদন থাকবে যে, আপনারা সাইটটির উক্ত ব্যয় বহনে এতে বিজ্ঞাপন দিতে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উৎসাহিত করবেন এবং নিজেরাও সহযোগিতায় এগিয়ে আসবেন। বিনীত এডমিন! বিকাশ : ০১৬২৯-৯৪১৭৭৩ (পার্সোনাল)

1 COMMENT