বাইবেল বলছে ‘রূপক ঈসা’ এর কনসেপশন শুধুই মানুষকে ঠকানো!

0
বাইবেল বলছে ‘রূপক ঈসা’ এর কনসেপশন শুধুই মানুষকে ঠকানো!

বিসমিল্লাহির রাহমানির রাহিম

দিন কতেক পূর্বে “বাইবেল” এর এই উদ্ধৃতিটি যখন ইমেজ আকারে পোস্ট করেছিলাম তখন কাদিয়ানীবন্ধুদের অনেকে আমাকে কটাক্ষ করে বলেছিল ‘তুই মোল্লা একটা মিথ্যাবাদী’! তাই এখন সরাসরি স্ক্রিনশট থেকে তুলে দিলাম। যারা বাইবেলকে কুরআন হাদীসের বাহিরেও অন্যতম একটি প্রামাণিক সোর্স হিসেবে গ্রহণ করে থাকেন তাদের জন্য উচিত হবেনা এর কিছু অংশ বিশ্বাস করা আর কিছু অংশ প্রত্যাখ্যান করা। সে হিসেবে বাইবেল এর এই জায়গাটিতে (মথি ২৪:৪-৫) যে কথাটি লিখা আছে সে সম্পর্কে অন্ততপক্ষে বাইবেল প্রেমি আহমদীবন্ধুদের নিশ্চয়ই ভাবিয়ে তুলবে! অর্থাৎ মির্যা কাদিয়ানী সাহেবের “রূপক ঈসা” দাবীটা বাইবেলের এই উক্তি দ্বারা মানুষকে ‘ঠকানো’ বৈ আর কিছুই না প্রমাণ করবে! ফেইসবুকে পড়ুুন

  • এর উত্তরে যীশু তাদের বললেন, ‘দেখো! কেউ যেন তোমাদের না ঠকায়৷ (মথি 24:4)।
  • 5 আমি তোমাদের একথা বলছি কারণ অনেকে আমার নামে আসবে আর তারা বলবে, ‘আমি খ্রীষ্ট৷’ আর তারা অনেক লোককে ঠকাবে৷ (মথি 24:5)।

# বাইবেল নতুন নিয়ম ২৪: ৪-৫ দ্রষ্টব্য

স্ক্রিনশট দ্রষ্টব্য :

লিখক, শিক্ষাবিদ ও গবেষক

প্রিন্সিপাল নূরুন্নবী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here