
বিসমিল্লাহির রহমানির রহিম
মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (১৮৪০-১৯০৮) মহান আল্লাহ তায়ালার নাম ভেঙ্গে ভবিষ্যৎবাণী দিয়ে লিখেছেন “আল্লাহতালা আমাকে সুস্পষ্ট শব্দে জানিয়ে দিয়েছেন যে তোমার বয়স ৮০ (আশি) বছর হবে। এতে ৫ অথবা ৬ বছর কম হবে বা বেশি হবে।” (রূহানী খাযায়েন ২১/২৫৮)।
তিনি তার নিজের জন্ম তারিখ সম্পর্কেও লিখে গেছেন। তিনি লিখেছেন, “আমি ১৮৩৯ অথবা ১৮৪০ সালে শিখদের আখেরি ওয়াক্তে জন্ম লাভ করেছি। আর আমি ১৮৫৭ সালে ১৬ অথবা ১৭ বছর বয়সী ছিলাম।” (রূহানী খাযায়েন ১৩/১৭৭)।
(প্রামাণ্য স্ক্যানকপি উপরে দেখুন)
প্রশ্ন করা যেতে পারে যে, মির্যা কাদিয়ানীর ভবিষ্যৎবাণী মিথ্যা সাব্যস্ত হল কিভাবে?
উত্তরে বলা হবে যে, মির্যা কাদিয়ানী তার উক্ত ভবিষ্যৎবাণী অনুসারে (৬৯+৬) ৭৫ বছর বয়সে অথবা (৬৯-৬) ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করার কথা। কিন্তু তিনি মৃত্যুবরণ করেন (১৯০৮-১৮৩৯) ৬৯ বছর বয়সে।
মির্যা কাদিয়ানী সাহেব কিন্তু একথাও লিখে গেছেন যে, “যদি প্রমাণিত হয়ে যায় যে, আমার শত শত ভবিষ্যৎবাণী হতে কোনো একটিও মিথ্যা, তাহলে আমি স্বীকার করে নেব যে, আমি একজন মিথ্যাবাদী।”
রূহানী খাযায়েন খন্ড নং ১৮ পৃষ্ঠা নং ৪৬১।
হে আল্লাহ! তুমি এখনো যাদের অন্তরে মোহর মেরে দাওনি তারা যেন মৃত্যুর আগে আগে হিদায়াতের অমূল্য সম্পদ ঈমান থেকে বঞ্চিত হয়ে না যায়! তাদেরকে তুমি সঠিক চিন্তাশক্তি দান কর।
আমীন।
লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী