রূহানী খাযায়েন এর ৮৩টি বইয়ের নাম ও রচনাকাল

0
রূহানী খাযায়েন এর ৮৩টি বইয়ের নাম ও রচনাকাল

সম্পর্কিত তথ্য, রূহানী খাযায়েন [আধ্যাত্মিক ভান্ডার] নামের ২৩ খণ্ডে প্রকাশিত এই রচনা-সমগ্রটি মির্যা গোলাম আহমদ কাদিয়ানীর উল্লিখিত ৮৩টি বইয়ের সমষ্টি। রূহানী খাযায়েন (খণ্ড ১-২৩)-এর মোট পৃষ্ঠা সংখ্যা ১৩,৫৩৮। যেমন, ১/৭৭৫, ২/৫২৫, ৩/৭২৭, ৪/৫৮৪, ৫/৭৫০, ৬/৪৮৮, ৭/৪০৭, ৮/৫০৪, ৯/৫৬৫, ১০/৫৪০, ১১/৪৩৮, ১২/৪৪৮, ১৩/৬২৩, ১৪/৫৩৭, ১৫/৭৪৪, ১৬/৫২০, ১৭/৫৮২, ১৮/৭৮৭, ১৯/৫৫৩, ২০/৫৮০, ২১/৪৯২, ২২/৮১৩, ২৩/৫৫৬। আনুমানিক ১৯৬০ সালের দিকে কাদিয়ানীদের শীর্ষ মুরুব্বি পাক বংশোদ্ভূত জালালুদ্দিন আশ-শামস কর্তৃক এই রচনা-সমগ্রটির রূপ দেয়া হয়। যাতে মির্যার বইগুলো এক সঙ্গে একই পান্ডুলিপিতে খুঁজে পাওয়া সহজ হয়। এর বর্তমান রিপ্রিন্ট সন ২০০৮ ইং। ডাউনলোড করুন (রূহানী খাযায়েন) (দৈনিক আল ফজল ১৯১৩-২০১৬) (বাংলা বইসমূহ) (পাক্ষিক আহমদী ১৯২২-২০২৩+)। (মাসিক আল ফোরকান ১৯৫৪-১৯৭৭) (সাপ্তাহিক বদর, কাদিয়ান ১৯৫২-২০২২) (আল-হিকাম), কাদিয়ান দারুল আমান হতে প্রকাশিত (১৮৮৯-১৯১২ইং)।

ছবি : কাদিয়ানী মুরুব্বী জালালুদ্দিন আশ শামস (মির্যা নাসির আহমদের ডান পাশের ব্যক্তিটি)।

তথ্য সংগ্রহকারী, প্রিন্সিপাল নূরুন্নবী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here