Home বই ও ভিডিও রূহানী খাযায়েন এর ৮৩টি বইয়ের নাম ও রচনাকাল

রূহানী খাযায়েন এর ৮৩টি বইয়ের নাম ও রচনাকাল

রূহানী খাযায়েন এর ৮৩টি বইয়ের নাম ও রচনাকাল

সম্পর্কিত তথ্য, রূহানী খাযায়েন [আধ্যাত্মিক ভান্ডার] নামের ২৩ খণ্ডে প্রকাশিত এই রচনা-সমগ্রটি মির্যা গোলাম আহমদ কাদিয়ানীর উল্লিখিত ৮৩টি বইয়ের সমষ্টি। রূহানী খাযায়েন (খণ্ড ১-২৩)-এর মোট পৃষ্ঠা সংখ্যা ১৩,৫৩৮। যেমন, ১/৭৭৫, ২/৫২৫, ৩/৭২৭, ৪/৫৮৪, ৫/৭৫০, ৬/৪৮৮, ৭/৪০৭, ৮/৫০৪, ৯/৫৬৫, ১০/৫৪০, ১১/৪৩৮, ১২/৪৪৮, ১৩/৬২৩, ১৪/৫৩৭, ১৫/৭৪৪, ১৬/৫২০, ১৭/৫৮২, ১৮/৭৮৭, ১৯/৫৫৩, ২০/৫৮০, ২১/৪৯২, ২২/৮১৩, ২৩/৫৫৬। আনুমানিক ১৯৬০ সালের দিকে কাদিয়ানীদের শীর্ষ মুরুব্বি পাক বংশোদ্ভূত জালালুদ্দিন আশ-শামস কর্তৃক এই রচনা-সমগ্রটির রূপ দেয়া হয়। যাতে মির্যার বইগুলো এক সঙ্গে একই পান্ডুলিপিতে খুঁজে পাওয়া সহজ হয়। এর বর্তমান রিপ্রিন্ট সন ২০০৮ ইং। ডাউনলোড করুন (রূহানী খাযায়েন) (দৈনিক আল ফজল ১৯১৩-২০১৬) (বাংলা বইসমূহ) (পাক্ষিক আহমদী ১৯২২-২০২৩+)। (মাসিক আল ফোরকান ১৯৫৪-১৯৭৭) (সাপ্তাহিক বদর, কাদিয়ান ১৯৫২-২০২২) (আল-হিকাম), কাদিয়ান দারুল আমান হতে প্রকাশিত (১৮৮৯-১৯১২ইং)।

ছবি : কাদিয়ানী মুরুব্বী জালালুদ্দিন আশ শামস (মির্যা নাসির আহমদের ডান পাশের ব্যক্তিটি)।

তথ্য সংগ্রহকারী, প্রিন্সিপাল নূরুন্নবী

Previous article নিজের বয়স নিয়ে আল্লাহ’র নামে মিথ্যাচার-২
Next article কাদিয়ানীদের জনসংখ্যা সারা দুনিয়ায় কত?
প্রিয় পাঠকবৃন্দ! এটি সম্পূর্ণ দ্বীনি ও অলাভজনক একটি ওয়েবসাইট। প্রতি বছর এটির ডোমেইন ও হোস্টিং ফি হিসেবে আমাকে এর ব্যয় বহন করতে হচ্ছে। যদি উক্ত ব্যয় বহন করতে অপারগ হই তাহলে এই সাইটটি নিশ্চিত বন্ধ হয়ে যাবে। সেহেতু আপনাদের সবার নিকট আবেদন থাকবে যে, আপনারা সাইটটির উক্ত ব্যয় বহনে এতে বিজ্ঞাপন দিতে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উৎসাহিত করবেন এবং নিজেরাও সহযোগিতায় এগিয়ে আসবেন। বিনীত এডমিন! বিকাশ : ০১৬২৯-৯৪১৭৭৩ (পার্সোনাল)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here