মির্যার বিপরীতমুখী ইলহাম, কখনো বলছে ‘দুটি ছাগল’ হতে অমুক দুইজন উদ্দেশ্য আবার আরেক জায়গায় সম্পূর্ণ উল্টো! কত নিকৃষ্ট বৈপরীত্য!
এখন এমন ব্যক্তিও কী করে আপনা দাবীতে সত্য হন?
মির্যা কাদিয়ানীর বই থেকে (তিনি লিখেন), ‘দুটি ছাগল যবাই করার ভবিষ্যৎবাণী হতে আহমদ বেগ আর তার জামাতা (সুলতান মুহাম্মদ) এর প্রতিই ইংগিত।’ (রূহানী খাযায়েন ১১/৩৪১)। স্ববিরোধ কথা : ‘এই ভবিষ্যৎবাণী ছিল শহীদ মরহূম মৌলভী আব্দুল লতিফ এবং তার মুরীদ শহীদ আব্দুর রহমান সম্পর্কে।’ (তাযকিরাতুশ শাহাদাতাইন [বাংলা] পৃষ্ঠা নং ৮৫)। প্রামাণ্য স্ক্যানকপি,
শেষকথা : মির্যা কাদিয়ানী লিখেছেন: মিথ্যাবাদীর কথায় অবশ্যই স্ববিরোধীতা হয়ে থাকে। (রূহানী খাযায়েন: ২১/২৭৫)। অতএব এবার মির্যা কাদিয়ানী তারই স্ববিরোধী কথার কারণে কী সাব্যস্ত হলেন একটু ভেবে দেখবেন কি? এমন একজন মিথ্যাবাদীকে দুনিয়ার সমস্ত মুসলমান কিজন্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন তা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের ঈমানকে রক্ষা করুন। আমীন।
লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী