কোথাও লিখে, মির্যা কাদিয়ানী ফাতেমী নন, আবার আরেক জায়গায় লিখেন, তিনি নাকি বনী ইসরাইলি এবং ফাতেমিও! কত নিকৃষ্ট বৈপরীত্য কথা!
এখন এমন ব্যক্তিও কী করে আপনা দাবীতে সত্য হন?
মির্যা কাদিয়ানীর বই থেকে (তিনি লিখেন), ‘মাহদী ফাতেমার সন্তান থেকে ও নবী পরিবার থেকে হওয়ার যেই সংবাদ রয়েছে আমি সেই মাহদী দাবীদার নই।’ (রূহানী খাযায়েন ২১/৩৫৬)। স্ববিরোধ কথা : ‘খোদাতালা আমাকে এইরূপ মর্যাদা প্রদান করেছেন যে, আমি বনী ইসরাইলিও এবং ফাতেমীও; উভয়ের রক্তে আমার অংশ রয়েছে।’ (রূহানী খাযায়েন ১৮/২১৬)। প্রামাণ্য স্ক্যানকপি,
শেষকথা : মির্যা কাদিয়ানী লিখেছেন: মিথ্যাবাদীর কথায় অবশ্যই স্ববিরোধীতা হয়ে থাকে। (রূহানী খাযায়েন: ২১/২৭৫)। অতএব এবার মির্যা কাদিয়ানী তারই স্ববিরোধী কথার কারণে কী সাব্যস্ত হলেন একটু ভেবে দেখবেন কি? এমন একজন মিথ্যাবাদীকে দুনিয়ার সমস্ত মুসলমান কিজন্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন তা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের ঈমানকে রক্ষা করুন। আমীন।
লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী