Home Careers কাদিয়ানীদের মিথ্যাচার আল্লাহ’র প্রতি মিথ্যাচারকারী সম্পর্কে মির্যা কাদিয়ানীর বাণী

আল্লাহ’র প্রতি মিথ্যাচারকারী সম্পর্কে মির্যা কাদিয়ানীর বাণী

0
আল্লাহ’র প্রতি মিথ্যাচারকারী সম্পর্কে মির্যা কাদিয়ানীর বাণী

মির্যা কাদিয়ানীর বই থেকে…..

মির্যা গোলাম আহমদ কাদিয়ানী। একজন নবী রাসূল দাবীদার। জন্ম ১৮৩৯ বা ১৮৪০ ইং আর মৃত্যু সন ১৯০৮ ইং। উল্লেখ্য, মির্যা গোলাম আহমদ কাদিয়ানী সাহেব নিজেই নিজের জন্ম সন সম্পর্কে ১৮৩৯ অথবা ১৮৪০ খ্রিস্টাব্দ লিখে গেছেন। (রূহানী খাযায়েন ১৩/১৭৭)। প্রামাণ্য স্ক্যানকপি,

আজকে তারই রচিত “হাকীকাতুল ওহী” বই থেকে একটা চমৎকার লিখা তুলে ধরব, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার প্রতি মিথ্যা আরোপ করা কত বড় অপরাধ? এমন প্রশ্নের উত্তরে পবিত্র কুরআনের সূরা আল আ’রাফ আয়াত নং ৩৭ উল্লেখ করে মির্যা সাহেব লিখছেন, “অর্থাৎ বড় কাফের দুইটিই আছে। প্রথমটি হইল, যে খোদা সম্পর্কে মিথ্যা বলে এবং দ্বিতীয়টি হইল, যে খোদার কালামকে অস্বীকার করে।” (হাকীকাতুল ওহী পৃষ্ঠা নং ১৩০, বাংলা অনূদিত কপি)। প্রামাণ্য স্ক্যানকপি,

এখন আমার প্রশ্ন হল, মির্যা কাদিয়ানী সাহেবের লেখিত প্রায় সব কয়টি রচনায় মহান আল্লাহতালা সম্পর্কে মিথ্যাচার করার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। এমতাবস্থায় তিনি নিজেই নিজের কথা অনুসারে অনেক বড় একজন কাফের সাব্যস্ত হলেন কিনা? আফসোস! কাদিয়ানী জামাতের সদস্যরা মির্যার জীবন-চরিত্র নিয়ে চিন্তা করেনা। অথচ ধর্ম জগতে কোনো মিথ্যাবাদীর যে কোনো ব্যাখ্যা-বিশ্লেষণ বা দর্শন পুরোই মূল্যহীন। আর এমন ব্যক্তি যদি বড় কাফের সাব্যস্ত হন তাহলে তো কথাই নেই; কেচ্ছা সেখানেই খতম! আল্লাহ আমাদেরকে বুঝার তাওফিক দিন।

লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী

Previous article কাদিয়ানীদের এই দলিলগুলো সিয়াহ সিত্তার বাহিরের সংকলন থেকে
Next article মির্যার স্ববিরোধীতা-৪১
প্রিয় পাঠকবৃন্দ! এটি সম্পূর্ণ দ্বীনি ও অলাভজনক একটি ওয়েবসাইট। প্রতি বছর এটির ডোমেইন ও হোস্টিং ফি হিসেবে আমাকে এর ব্যয় বহন করতে হচ্ছে। যদি উক্ত ব্যয় বহন করতে অপারগ হই তাহলে এই সাইটটি নিশ্চিত বন্ধ হয়ে যাবে। সেহেতু আপনাদের সবার নিকট আবেদন থাকবে যে, আপনারা সাইটটির উক্ত ব্যয় বহনে এতে বিজ্ঞাপন দিতে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উৎসাহিত করবেন এবং নিজেরাও সহযোগিতায় এগিয়ে আসবেন। বিনীত এডমিন! বিকাশ : ০১৬২৯-৯৪১৭৭৩ (পার্সোনাল)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here