মির্যা কাদিয়ানীর বিভিন্ন দাবী দাওয়া ও সময়কাল

0
মির্যা কাদিয়ানীর বিভিন্ন দাবী দাওয়া ও সময়কাল
  • এক নজরে মির্যা কাদিয়ানীর বিভিন্ন দাবী দাওয়া

দাবীসমূহের রেফারেন্স ও দাবীকরার সময়কাল

মুলহাম (দৈব-বাণীর অধিকারী)। তাযকিরাহ পৃ ০৬; ৪র্থ এডিশন, সময়কাল : ১৮৬৮ ইং।

বায়তুল্লাহ (আল্লাহর ঘর)। তাযকিরাহ পৃ ২৮; ৪র্থ এডিশন, সময়কাল : ১৮৮১ ইং।

মুজাদ্দিস (সংস্কারক)। তাযকিরাহ পৃ ৩৫; ৪র্থ এডিশন, সময়কাল : ১৮৮২ ইং।

মামূর মিনাল্লাহ (আল্লাহর পক্ষ হতে আদিষ্ট)। তাযকিরাহ পৃ ৩৫; ৪র্থ এডিশন, সময়কাল : ১৮৮২ ইং।

নাযীর (ভয়প্রদর্শনকারী)। তাযকিরাহ পৃ ৩৫; ৪র্থ এডিশন, সময়কাল : ১৮৮২ ইং।

আদম, বিবি মরিয়ম, আহমদ। তাযকিরাহ পৃ ৫৫; ৪র্থ এডিশন, সময়কাল : ১৮৮৩ ইং।

মুরসাল (প্রেরিত)। তাযকিরাহ পৃ ৯৯; ৪র্থ এডিশন, সময়কাল : ১৮৮৪ ইং।

মাসীলে মসীহ (রূপক ঈসা আ:)। তাযকিরাহ পৃ ১৪৮; ৪র্থ এডিশন, সময়কাল : ১৮৯১ ইং।

তাওহীদ এবং তাফরিদ। তাযকিরাহ পৃ ১৬৪; ৪র্থ এডিশন, সময়কাল : ১৮৯২ ইং।

কুন ফা ইয়াকুন (হও বললে হয়ে যাওয়া)। তাযকিরাহ পৃ ১৬৪; ৪র্থ এডিশন, সময়কাল : ১৮৯২ ইং।

মাসীহে ইবনে মরিয়ম (স্বয়ং ঈসা আ:)। তাযকিরাহ পৃ ১৭৮; ৪র্থ এডিশন, সময়কাল : ১৮৯৩ ইং।

ইমাম মাহদী ও মাসীহ ঈসা। তাযকিরাহ পৃ ২০৯; ৪র্থ এডিশন, সময়কাল : ১৮৯৪ ইং।

ইমামুয যামান (যামানার ইমাম)। রূহানী খাযায়েন ১৩/৪৯৫, সময়কাল : ১৮৯৮ ইং।

খোদা। রূহানী খাযায়েন ১৩/১০৩, সময়কাল : ১৮৯৮ ইং।

নবুওয়তি প্রাসাদের আখেরি ইট। রূহানী খাযায়েন ১৬/১৭৭-৭৮, সময়কাল : ১৯০০ ইং।

কাশফ (অতিব জাগ্রত দিব্যি-দর্শন) অবস্থায় নিজেকে স্ত্রীলোক মনে হওয়া এবং আল্লাহকে পুরুষরূপে দেখা ও সঙ্গমে লিপ্ত হওয়ার দাবী। ইসলামী কুরবানী ট্রাক্ট (উর্দু) পৃ ১২; ১৯২০ ইং, লিখক, কাজী ইয়ার মুহাম্মদখান সাহেব (মির্যা কাদিয়ানীর ঘনিষ্ট সহচর)।

বুরূজি খাতামুল আম্বিয়া (শেষনবীর দ্বিতীয় প্রকাশ)। রূহানী খাযায়েন ১৮/২১২, সময়কাল : ১৯০১ ইং।

জিল্লি মুহাম্মদ (মুহাম্মদ সা: এর প্রতিবিম্ব)। রূহানী খাযায়েন ১৮/২১২, সময়কাল : ১৯০১ ইং।

জিল্লি, বুরুজি, উম্মতিনবী। রূহানী খাযায়েন ১৮/২১২, সময়কাল : ১৯০১ ইং।

নবী ও রসূল। একটি ভুল সংশোধন পৃ. ৮, সময়কাল : ১৯০১ ইং।

শরীয়তবাহক নবী (নতুন বিধি-বিধানসহ প্রেরিত)। রূহানী খাযায়েন ১৫/৪৩২; ১৭/৪৩৫-৩৬, সময়কাল : ১৯০২ ইং।

আখেরী নবী (শেষনবী)। রূহানী খাযায়েন ২০/৬৯-৭০; ১৯/৬১, সময়কাল : ১৯০২ ইং।

শ্রীকৃষ্ণ-এর অবতার (হিন্দু ধর্মানুসারীদের আরাধ্য বিশিষ্ট একজন দেবতা যিনি তাদের বিশ্বাস মতে ভগবান বিষ্ণুর অষ্টম অবতাররূপে খ্যাত)। রূহানী খাযায়েন ২২/৫২২, সময়কাল : ১৯০৭ ইং।

শেষকথা : মির্যা কাদিয়ানী মিরাক (সিজোফ্রেনিয়া) রোগেও আক্রান্ত ছিল (সীরাতে মাহদী: নতুন এডিশন ক্রমিক নং ১৯)। তার অসঙ্গত দাবীগুলো সেই রোগেরই উপসর্গ ছিল বলা চলে।

তথ্য-সংগ্রহে, মুহাম্মদ নূরুন্নবী এম.এ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here