মির্যা কাদিয়ানী হাকিকি নবী?

0
মির্যা কাদিয়ানী হাকিকি নবী?

মির্যা কাদিয়ানীর হাকিকি নবী দাবী :

মির্যা কাদিয়ানীর বইতে ‘হাকিকি‘ নবীর দুই রকম পরিভাষা আমরা খুঁজে পাই। এখানে এটি দ্বিতীয়টা। উল্লেখ্য, কাদিয়ানীদের পরিভাষায় নবী ৩ প্রকার। যথা- হাকিকি নবী, মুস্তাকিল নবী এবং জিল্লি-বুরুজি-উম্মতি-দাস নবী। তারা তাদের পরিভাষা অনুযায়ী মির্যা কাদিয়ানীকে শুধুই তৃতীয় স্তরীয় নবী বলে বিশ্বাস করার কথা বলে (মির্যাপুত্র বশির আহমদ এম.এ রচিত ‘কালিমাতুল ফসল’ পৃ-২৩ প্রথম অধ্যায়)। অথচ তারা তাদের উক্ত পরিভাষা থেকেও অনেক আগে বেরিয়ে যায়। কারণ তাদের দ্বিতীয় খলীফা ও মির্যা কাদিয়ানীর পুত্র মির্যা বশির উদ্দিন মাহমুদ রচিত ‘হাকিকাতুন নবুওয়ত’ গ্রন্থের ভাষ্যমতে মির্যা কাদিয়ানী মূলত ‘হাকিকি নবী’ হবারই দাবীদার বলে প্রমাণিত হচ্ছে। মির্যাপুত্র তার বইটির অত্র পৃষ্ঠায় কোনোরূপ রাখঢাক ছাড়াই তার পিতাকে (অর্থাৎ মির্যা কাদিয়ানীকে) একজন “হাকিকি নবী” (প্রকৃত নবী) বলেই স্বীকারোক্তি দিয়ে গেছেন। যেমন তিনি লিখেছেন, ہاں آپ نے نبی کے حقیقی معنی وہ فرمائے ہیں کہ وہ کثرت سے امور غیبہ پر اطلاع پائے اور بتاؤ کہ جو شخص ان معنوں کی رو سے جو حقیقی معنیٰ ہے نبی ہو کہ وہ حقیقی نبی ہوگا یا نہیں؟ অর্থাৎ “হ্যাঁ, হযরত (মির্যা) সাহেব নবী’র হাকিকি অর্থ সেটাই বলে গেছেন যে, সে (অর্থাৎ এমন ব্যক্তি) অদৃশ্যের বিষয়াবলি ক্ষেত্রে অধিক পরিমাণে অবগতি লাভ করবে, (এখন) বলো যে, যে ব্যক্তি হাকিকি নবীর এ পারিভাষিক অর্থে একজন হাকিকি নবী, সে হাকিকি নবী হবেন কি হবেন না?” (হাকিকাতুন নবুওয়ত ২/৩৫১)।

প্রামাণ্য স্ক্যানকপি দ্রষ্টব্য-

হাকিকাতুন নবুওয়ত ২/৩৫১

বলে রাখা জরুরি, বিগত ০৪-০৩-২০২৩ইং ‘ফেজ দ্যা পিপল‘ লাইভে অনুষ্ঠিত একটি ডিবেটে জনৈক ভদ্রলোক নজিব আকবর সাহেব কাদিয়ানী মু’আল্লিম মুবাশ্বিরুর রহমানকে যখন উক্ত প্রশ্নটি করেন তখন তিনি ‘এমন কোনো বক্তব্য থাকা-কে’ সরাসরি অস্বীকার করেন এবং উত্তর না দিয়ে এড়িয়ে যান। অথচ সত্য কখনো গোপন থাকেনা। পাঠকবৃন্দ! এটাই হচ্ছে কাদিয়ানীদের আসল চরিত্র। তারা জনসম্মুখে নিজেদের প্রকৃত মতবাদ গোপন রাখে এবং উপস্থিত পরিস্থিতি সামাল দিতে সরাসরি অস্বীকার করে বসে!

আহা! আর কবে চোখ খুলবে এ মতবাদের সহজ সরল অনুসারীদের? এত প্রতারণা, এত জালিয়াতি!! এত সব মেকি ছিদ্র নিয়ে এরা দুনিয়ায় এ চাতুর্যপূর্ণ মতবাদ কিভাবে প্রতিষ্ঠা করবে আমার বুঝে আসেনা!

লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী
শিক্ষাবিদ ও গবেষক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here