Home ব্রিটিশ সরকারের চারাগাছ মির্যা কাদিয়ানীর জামাত ব্রিটিশ সরকারের রোপিত চারাগাছ, বললেন মির্যা কাদিয়ানী

মির্যা কাদিয়ানীর জামাত ব্রিটিশ সরকারের রোপিত চারাগাছ, বললেন মির্যা কাদিয়ানী

0
মির্যা কাদিয়ানীর জামাত ব্রিটিশ সরকারের রোপিত চারাগাছ, বললেন মির্যা কাদিয়ানী

কাদিয়ানী সাহেব ১৮৯৮ সালের দিকে কোনো এক প্রেক্ষিতে তৎকালীন ভারত সম্রাজ্ঞী ও ব্রিটিশ রাণী আলেকজান্ড্রিনা ভিক্টোরিয়া বরাবর নিজেকে কিংবা নিজের প্রতিষ্ঠিত “জামাত” সম্পর্কে পত্রে লিখেছেন “নিজেদের হাতে রোপিত এই চারাগাছটির ব্যাপারে খুব সতর্কতা ও অনুসন্ধানের সাথে অগ্রসর হবেন এবং আপনার অধীনস্তদের বলবেন তারা যেন এই পরিবারের ত্যাগ ও নিষ্ঠার কথা মনে করে আমার দলের প্রতি সদয় দৃষ্টি জ্ঞাপন করেন। আমাদের পরিবার ইংরেজ সরকারের কল্যাণে নিজেদের খুন বইয়ে দিতে ও জীবন দিতেও দ্বিধা করেনি আর না এখনো দ্বিধা করছে।” (মাজমু’আয়ে ইশতিহারাত ৩/২১-২২; নতুন এডিশন)। কাজেই কাদিয়ানী কিংবা তার “জামাত” ব্রিটিশ সরকারেরই রোপিত চারাগাছ বললে তা আদৌ বানিয়ে বলা হবেনা, বরং প্রকৃতই তারা তাদের “রোপিত চারাগাছ” বলেই প্রমাণিত।

লিখক, শিক্ষাবিদ ও গবেষক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here