Home কাদিয়ানীর আসল রূপ মির্যা কাদিয়ানীর জামাত ব্রিটিশ সরকারের রোপিত চারাগাছ, বললেন মির্যা কাদিয়ানী

মির্যা কাদিয়ানীর জামাত ব্রিটিশ সরকারের রোপিত চারাগাছ, বললেন মির্যা কাদিয়ানী

0

মির্যা গোলাম আহমদ কাদিয়ানী বৃটিশ সরকারের সৃষ্ট ছিল কি? এ সম্পর্কে একটি ঐতিহাসিক সত্য কারনামা,

গোলাম আহমদ কাদিয়ানী ১৮৯৮ সালের দিকে কোনো এক প্রেক্ষিতে তৎকালীন ভারত সম্রাজ্ঞী ও ব্রিটিশ রাণী আলেকজান্ড্রিনা ভিক্টোরিয়া বরাবর নিজেকে কিংবা নিজের প্রতিষ্ঠিত “জামাত” সম্পর্কে পত্রে লিখেছেন,

“নিজেদের হাতে রোপিত এই চারাগাছটির ব্যাপারে খুব সতর্কতা ও অনুসন্ধানের সাথে অগ্রসর হবেন এবং আপনার অধীনস্তদের বলবেন তারা যেন এই পরিবারের ত্যাগ ও নিষ্ঠার কথা মনে করে আমার দলের প্রতি সদয় দৃষ্টি জ্ঞাপন করেন। আমাদের পরিবার ইংরেজ সরকারের কল্যাণে নিজেদের খুন বইয়ে দিতে ও জীবন দিতেও দ্বিধা করেনি আর না এখনো দ্বিধা করছে।” (মাজমু’আয়ে ইশতিহারাত ৩/২১-২২; নতুন এডিশন)।

অবশেষে মির্যা কাদিয়ানী কিংবা তার “আহমদীয়া কমিউনিটি” ব্রিটিশ সরকারেরই রোপিত চারাগাছ বললে তা আদৌ বানিয়ে বলা হবেনা, বরং প্রকৃতই তারা তাদের “রোপিত চারাগাছ”। এটাই সত্য এবং এটাই বাস্তব ইতিহাস।

প্রামাণ্য স্ক্যানকপি

লিখক, শিক্ষাবিদ ও গবেষক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here