হযরত ইমাম মাহদী এর পরিচয়

0
হযরত ইমাম মাহদী এর পরিচয়

কাদিয়ানীদের ইসলাম বিরুধী ১৬টি চেপে রাখা ধর্মবিশ্বাস সম্পর্কে জানুন Click

বিখ্যাত আরবি অভিধান গ্রন্থ ‘লিসানুল আরব‘ এর উদ্ধৃতিতে “আল-আমালী” এর ৫৬ নং পৃষ্ঠায় ইমাম মাহদীর বংশ পরিচয় ও অন্যান্য

মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল-মাহদী এর পরিচয় জেনে নিন!

হযরত ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ এবং পিতার নাম হবে, আব্দুল্লাহ [আবুদাউদ, কিতাবুল মাহদী হা/৪২৮২]। উপাধি, আল-মাহ্দী তথা হিদায়াতপ্রাপ্ত।

মুজাদ্দিদে আলফে সানী (রহ:) তাঁর কিতাবে ইমাম মাহদীর নামের শেষে ‘রাদ্বিয়াল্লাহু আনহু’ লিখেছেন (মাকতুবাত ৪/৫৮৭; দপ্তরে আউয়াল, উর্দূ)। স্কিনশট দেখুন : Click

তিনি নবী পরিবার থেকে ও হযরত ফাতেমা (রা:) এর সন্তান হযরত হাসানের বংশে জন্মগ্রহণ করবেন (আবুদাউদ হা/৪২৮৪)। মাতার দিক থেকে হযরত হাসান এবং হযরত আব্বাস উভয়ের বংশধর হবেন। কেননা হযরত হাসানের সাথে হযরত আব্বাসের পুত্র আল-ফজলের মেয়ে উম্মে কুলছুমের বিয়ে হয়। তাদের সংসারে জন্মগ্রহণ করেন মুহাম্মদ আল-আসগর, জাফর, হামজা এবং ফাতেমা (দেখুন তবক্বাতে ইবনে সা’আদ ৬/৩৫২)। স্ক্রিনশট

তবক্বাতে ইবনে সা’আদ

তিনি কুরাইশী হবেন (আবুদাউদ, মাহদী অধ্যায় হা/৪২৭৯)। জনৈক খলিফার মৃত্যুর পর মতানৈক্য সৃষ্টি হলে তিনি মদীনা হতে মক্কায় চলে যাবেন। তিনি আগ বাড়িয়ে নিজেকে ইমাম মাহদী দাবী করবেন না। হাদীসে এই দিকে ইংগিত করতেই و هو كاره [তাঁর ইচ্ছার বিরুদ্ধে] শব্দ উল্লেখ আছে। সেই সময় মক্কাবাসীরা তাঁকে সনাক্ত করবে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা তাঁর হাতে মক্কায় রুকন আর মাকামে ইবরাহিমের মাঝখানে বাইয়াতগ্রহণ করবেন (আবুদাউদ, মাহদী অধ্যায় হা/৪২৮৬)। বাইয়াত গ্রহণকরার পর তিনি গোরাসান অতপর শাম—’র অভিমুখে রণসাজে রওয়ানা হবেন। তিনি আরবে সাত বছর রাজ্যত্ব করবেন (আবুদাউদ, মাহদী অধ্যায় হা/৪২৮২)। তাঁর শাসনামলে সারা দুনিয়া ন্যায় ও ইনসাফ দ্বারা ভরে যাবে। সবশেষে তিনি বায়তুল মোকাদ্দাস এসে অবস্থান নেবেন এবং হযরত ঈসা (আ:)-এর অপেক্ষায় থাকবেন। দামেস্কের পূর্বপ্রান্তে বায়তুল মোকাদ্দাসে (لأن بيت المقدس شرقى دمشق মেরকাত শরীফ, কিতাবুল ফিতান) ঈসা (আ:) এর অবতরণের পর তথায় ইমাম মাহদীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। তিনি একজন উম্মতি হিসেবে প্রথম সালাত ইমাম মাহদীর পেছনে বায়তুল মোকাদ্দাসে আদায় করবেন। তিনি মোট ৭ মতান্তরে ৯ বছর বেঁচে থাকবেন তারপর ইন্তেকাল করবেন (আবুদাউদ, মাহদী অধ্যায় হা/৪২৮৬; উম্মে সালমা হতে)। হযরত হাসান (রা:) যেরূপ খিলাফতের দায়িত্বভার হযরত মু’আবিয়া (রা:)-এর হাতে ন্যস্ত করেছিলেন অনুরূপ তিনিও ঈসা (আ:)-এর নিকট খিলাফত ন্যস্ত করবেন। সংক্ষেপে।

ইমাম মাহদী সম্পর্কিত সনদ সহ (আরবী ইবারত সমেত) ৭টি সহীহ হাদীস ও হাদীসগুলোর মান সহকারে এখান থেকে দেখুন। ক্লিক করুন

  • শায়খ আহমদুল্লাহ (হাফিজাহুল্লাহ) এর ভিডিওটি শুনুন : Click
  • আরো পড়ুন: একই রমযানে চন্দ্র ও সূর্যগ্রহণ এর ঘটনা নিয়ে কাদিয়ানীদের বাড়াবাড়ি। ক্লিক করুন।
  • লিখক : শিক্ষাবিদ ও গবেষক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here