পড়ুন: মির্যার স্ববিরোধীতা-৩
একেক সময় একেক রকম কথা! কখনো বলে, ঈসা নাযিল হওয়া সম্পর্কে হাদীসে ‘আকাশ’ শব্দ নেই, আবার বলে ‘আছে’!
এমন ব্যক্তিও কী করে আপনা দাবীতে সত্য হন?
১. (তিনি লিখেছেন) ‘সমস্ত হাদীস পড়ে দেখো কোনো সহীহ হাদীসে [ঈসা’র নাযিল সম্পর্কে] ‘আসমান’ শব্দ পাবেনা।’ (রূহানী খাযায়েন: ২৩/২২৯; রচনাকাল ১৯০৭ইং)। স্ববিরোধী কথা : ‘এই জন্যই তাঁর সম্পর্কে নিষ্পাপ নবীর ভবিষ্যৎবাণীতে এসেছে যে, তিনি [ঈসা] ‘আসমান’ থেকে নাযিল হবেন।’ (রূহানী খাযায়েন: ৫/২৬৮; রচনাকাল ১৮৯২ইং)।
শেষকথা : মির্যা কাদিয়ানী লিখেছেন: মিথ্যাবাদীর কথায় অবশ্যই স্ববিরোধীতা হয়ে থাকে। (রূহানী খাযায়েন: ২১/২৭৫)। অতএব এবার মির্যা কাদিয়ানী তারই স্ববিরোধী কথার কারণে কী সাব্যস্ত হলেন একটু ভেবে দেখবেন কি? এমন একজন মিথ্যাবাদীকে দুনিয়ার সমস্ত মুসলমান কিজন্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন তা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের ঈমানকে রক্ষা করুন। আমীন।
লিখক, শিক্ষাবিদ ও গবেষক