Home মির্যা কাদিয়ানী ছন্দে ছন্দে মির্যা কাদিয়ানীর চরিত্র

ছন্দে ছন্দে মির্যা কাদিয়ানীর চরিত্র

2
ছন্দে ছন্দে মির্যা কাদিয়ানীর চরিত্র

ছন্দে ছন্দে মির্যা কাদিয়ানীর চরিত্র
লেখকঃ কবি সবুজ ইসমাইল

জাহান্নামে দগ্ধ হচ্ছে শয়তানের এক ভাই; মৃত্যুকালে আপনা বিষ্ঠা মেখেছিলো যে গায়।

শয়তানিতে সারাটি জীবন করিয়া দিছে পার; খোদা দ্রোহী এই ভণ্ডের জায়গা কোথায় হবে আর?

নারী-লোভী তার বৃদ্ধকালে, এক যুবতীর লাগি; ঘোষণা দিলো, এই মেয়ে যেনো হয় মোর অনুরাগী।

ইহার সাথে শাদী হয়েছে মোর, দূর আকাশের পারে; দাও বিয়ে দাও আমার সাথে সঁপিয়োনা আর কারে!

আমি ব্যতিরেক কেউ হবেনা এই মেয়েটির স্বামী; খোদার ফয়সালা ইহার চেয়ে আর কী আছে দামী?

মেয়েটির বাপে বড় উত্তাপে কহিলো মির্জা শোন; তোরে চিনি আমি, বড্ড পাপী; নিজের পাপটা গুন।

কাল দিবো শাদী, পাত্র দেখিয়াছি, তুই যা পারিস কর; তোর অভিশাপে হবেনা কিছুই, বরং তা সাপে বর।

আমার আল্লাহ আমার সহায়, শয়তানে নাহি ডরি; তুই হেথা আসি যত সর্বনাশী বলি যা জীবন ভরই।

কী চেয়েছিল কী হয়ে গেলো—এই ভাবিয়া সার; কত ছল করি, মেয়েটিরে ধরি, করবো বিয়ে আর!

বিয়েটা হলো অন্যের সাথে, মোর মুখে মেখে কালি; স্বপনে স্বপনে বিভোর ছিলাম, মেলেছিনু কত ডালি!

ধরা খেয়ে বেশ, সব হল শেষ, নতুন ফন্দি আঁটে; যেই করে হোক তাহারে ভোগ করিব এই বাটে।

এইবার আরও জোর উদ্যমে নামিয়া পড়িল বেশ; মেয়েটিরে চাই, চাই পেতে চাই, দেখিয়া লইবো শেষ।

ঢেঁড়া পিটিয়া কহিয়া দিলো, শোনো হে দেশবাসী; এই মেয়েটা বিধবা হবে, বউ হবে তখন আসি।

এই নহে নহে মোর কথা, নহে, এই যে খোদার বাণী; অচিরেই আমি করব শাদী হবে সে মোর রানী।

লোকে বলিলো, আরে বেচারা! আর কত কবে মিছে; জীবনটাই তার কেটে গেল তার মিথ্যা এর পিছে পিছে।

খোদাতালা কি অবিচার করেন, মিথ্যুকদের লাগি; পর ঘরনীরে তাহার নীড়ে আনিয়া দিবে সে ভাগি?

দেখিতে দেখিতে দিব্যি কত বছর যাইতেছে কেটে; মেয়েটি তখনও স্বামী সংসারে বিচরে সুখে-হেটে!

লোকে তখনি বলিতে লাগিলো, ওরে ও মিথ্যাবাদী; ছল করে তুই কত কথা ক’লি, নাহি হলো তবু শাদী।

না মরে গেলো মেয়েটির স্বামী, না ফলে তোর কথা; পাগলের প্রলাপ পাগলে বলে, সর্বত্রই অযথা।

কবিতায় ‘মেয়ে’টির চরিত্র হল, মির্যার স্বপ্নের রানী মুহাম্মদী বেগম

Previous article মির্যার স্ববিরোধীতা-২
Next article ইমাম মাহদী কি নবী?
প্রিয় পাঠকবৃন্দ! এটি সম্পূর্ণ দ্বীনি ও অলাভজনক একটি ওয়েবসাইট। প্রতি বছর এটির ডোমেইন ও হোস্টিং ফি হিসেবে আমাকে এর ব্যয় বহন করতে হচ্ছে। যদি উক্ত ব্যয় বহন করতে অপারগ হই তাহলে এই সাইটটি নিশ্চিত বন্ধ হয়ে যাবে। সেহেতু আপনাদের সবার নিকট আবেদন থাকবে যে, আপনারা সাইটটির উক্ত ব্যয় বহনে এতে বিজ্ঞাপন দিতে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উৎসাহিত করবেন এবং নিজেরাও সহযোগিতায় এগিয়ে আসবেন। বিনীত এডমিন! বিকাশ : ০১৬২৯-৯৪১৭৭৩ (পার্সোনাল)

2 COMMENTS