ইমাম মাহদী কি নবী?

0
ইমাম মাহদী কি নবী?

ইমাম মাহদী কি নবী?

প্রশ্ন : ইমাম মাহদী (المهدى) কি নবী হবেন? অন্যথা তাঁর নামের পরে “আলায়হে ওয়া সাল্লাম” কিজন্য বলা হয় বা লিখা হয়?

উত্তর : ইমাম মাহদীর নামের পর কোথাও কেউ “আলায়হে ওয়া সাল্লাম” লিখলে বা বললে যদি তিনি “নবী”ই হবেন বুঝায়, তাহলে হযরত লোকমান হাকিম, খিজির, বিবি মরিয়ম, বিবি আছিয়া, বিবি হাওয়া প্রমুখ এঁরাও কি নবী ছিলো বলবেন? অবশ্যই না। আপনি সহীহ বুখারী’র ‘কিতাবুল ফাজায়েলে সাহাবা’ অধ্যায়ের (হাদীস নং ৩৭১১, অধ্যায় নং ৬২; আত-তাওহীদ প্রকাশনী) ‘বাবুল মানাক্বিবে ফাতিমা’ শীর্ষক পর্ব খুলে দেখুন! সেখানে হযরত ফাতেমা (রা:) এর নামের পরেও “আলায়হাস সালাম” (عليها السلام) লিখা আছে। সুনানু তিরমিজি গ্রন্থে একটি শিরোনাম হল “মানাক্বিবুল হাসান ওয়াল হোসাইন আলায়হিমাস্ সালাম” (مناقب الحسن والحسين عليهما السلام)। সেখানে ৩৭৭৪ নং হাদীসটির খন্ডাংশে লিখা আছে “জা-আল হাসানু ওয়াল হোসাইনু আলায়হিমাস সালাম (جاء الحسن والحسين عليهما السلام)।” তাই বলে কি ফাতেমা আর হাসান হোসাইন-ও নবী? নাউযুবিল্লাহ। এখানে কী বলবেন? মূলত যাদের নিকট ইসলামের সঠিক কোনো শিক্ষা নেই কাদিয়ানীরা এই সমস্ত অর্বাচীন যুক্তি দিয়ে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। যাইহোক, নামের পরে ‘আলায়হিস সালাম’ বলা বা লিখা প্রকৃতপক্ষে আহলে বাইয়েত’রই অন্যতম একটি বৈশিষ্ট্য। হযরত ইমাম মাহদী আহলে বাইয়েত থেকে হবেন বলেই তার নামের পরেও অনুরূপ বলা হয় কিংবা লিখা হয়। এটাই মূল কারণ। আল্লাহু আ’লাম।

লিখক, শিক্ষাবিদ ও গবেষক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here