তাহাফফুজে খতমে নবুওয়তের জন্য মেহনত করতে আল্লামা কাশ্মীরী’র অসীয়ত

0
তাহাফফুজে খতমে নবুওয়তের জন্য মেহনত করতে আল্লামা কাশ্মীরী’র অসীয়ত

ইন্নান হামদা লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মাবা’দু!

কাদিয়ানী ফেতনা মুকাবিলায় জগৎ বিখ্যাত হাদীস বিশারদ আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী [জন্ম-মৃত্যু ১৮৭৫-১৯৩৩ইং] (রহ:) এর ঐতিহাসিক অসীয়ত। তিনি বলেন, “আমার শিক্ষকতার যামানায় আমার কাছ থেকে কমপক্ষে দু’হাজার ছাত্র হাদীসের পাঠ গ্রহণ করেছে। আমার হাদীসের সে সমস্ত ছাত্রের নিকট এতটুকুই আবদার করবাে, তারা যেন আল্লাহর ওয়াস্তে নিজেদের ইলমি-আমলি শক্তি তাহাফফুজে খতমে নবুওয়তের জন্যে ব্যয় করে। তারা যদি এ ব্যাপারে কুতাহি (অলসতা) করে তাহলে আমি হাশরের ময়দানে তাদের আঁচল টেনে ধরবাে।” (সূত্র, আখেরী পায়গাম, পৃষ্ঠা নং ২৬)।

আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরী (রহ) সম্পর্কে জানতে ক্লিক করুন –

আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরী

সম্পর্কিত তথ্যের স্ক্রিনশট :-

কিতাব : আখেরি পায়গাম, লিখক আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here