কালূ কালা ইয়াল্লাশ মির্যায়ী খোদার কতগুলো নাম

0
কালূ কালা ইয়াল্লাশ মির্যায়ী খোদার কতগুলো নাম

মির্যা গোলাম আহমদ কাদিয়ানী আর তার কাদিয়ানীবাদের অনুসারীরা সাধারণ মানুষকে ধোকা দেয়ার জন্য হরহামেশা বলে থাকে যে, তাদের আর মুসলমানদের মধ্যকার তেমন কোনো পার্থক্য নেই। অথচ মির্যায়ী মতবাদে খোদাতালার এমন কতগুলো নামও উল্লেখ পাওয়া যায়, ইসলামী শিক্ষার সাথে যার লেশমাত্র সম্পর্কও নেই। যেমন মির্যায়ী লিটারেচারগুলোয় খোদাতালার কতগুলো নাম উল্লেখপূর্বক লিখা আছে,

.

১. কালূ – কালা (كالو، كالا)। (যিকরে হাবীব পৃ-১৮১; নতুন এডিশন, কাদিয়ানী মুরিদ মুফতি(!) মুহাম্মদ সাদেক)।

২. ইয়াল্লাশ/ইয়াল্লাস (يلاش)। (তুহফায়ে গোলডবিয়া, রূহানী খাযায়েন ১৭/২০৩, মির্যা কাদিয়ানী)।

.

সুতরাং বুঝতেই পারছেন যে, কাদিয়ানীবাদ আর ইসলাম আগাগোড়ায় ভিন্ন দুটি সতন্ত্র ধর্ম। কাজেই কাদিয়ানীবাদের অনুসারীদের ইসলামের গণ্ডিভুক্ত মনে করার কোনো সুযোগ নেই। আশাকরি বুঝতে পেরেছেন।

লিখক, শিক্ষাবিদ ও গবেষক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here