এই কেমন স্ববিরোধ কথাবার্তা! কোথাও বলল, ফাতেমা বংশে আগত সেই ইমাম মাহদী আমি নই, আবার আরেক জায়গায় কাশফের নাম ভেঙ্গে নিজেকে ফাতেমী বংশীয় সাব্যস্ত করার ব্যর্থ প্রচেষ্টা!
এখন এমন ব্যক্তিও কী করে আপনা দাবীতে সত্য হন?
মির্যা কাদিয়ানীর বই থেকে (তিনি লিখেছেন, কাশফে (অতি জাগ্রত স্বপ্নে) হযরত ফাতেমা (রা.) আমার মাথা তাঁর উরুদেশে রেখেছেন এবং আমায় দেখিয়েছেন যে, আমি তাঁর থেকে উদ্ভূত।’ (এক গলতি কা ইযালা বা একটি ভুল সংশোধন, পৃষ্ঠা নং ১১)। স্ববিরোধ কথা : মির্যা কাদিয়ানীর বইয়ের আরেক জায়গায় লিখা আছে, “হযরত মাহদী সম্পর্কে ফাতেমার সন্তান থেকে তাঁর আগমনী যে সংবাদ হাদীস সমূহে এসেছে আমি সেই হাদীসে বর্ণিত মাহদী নই।” (দেখুন, রূহানী খাযায়েন ২১/৩৫৬)। প্রামাণ্য স্ক্যানকপি:-
শেষকথা : মির্যা কাদিয়ানী লিখেছেন: মিথ্যাবাদীর কথায় অবশ্যই স্ববিরোধীতা হয়ে থাকে। (রূহানী খাযায়েন: ২১/২৭৫)। অতএব এবার মির্যা কাদিয়ানী তারই স্ববিরোধী কথার কারণে কী সাব্যস্ত হলেন একটু ভেবে দেখবেন কি? এমন একজন মিথ্যাবাদীকে দুনিয়ার সমস্ত মুসলমান কিজন্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন তা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের ঈমানকে রক্ষা করুন। আমীন।
লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী।