নবীগণের অন্যতম একটি সম্মান ও বৈশিষ্ট্য!
নবীগণ তাদের কবরসমূহে জীবিত, সুবহানাল্লাহ!! নবীগণের মুজিজা বা অন্যতম একটি ঐশী মর্যাদা।
হাদীসের তাহকীক ও তাখরীজ : قال أبو يعلى: حدثنا أبو الجهم الأزرق بن علي حدثنا يحيى بن أبي بكير حدثنا المستلم بن سعيد عن الحجاج عن ثابت البناني: عن أنس بن مالك: قال رسول الله صلى الله عليه وسلم: (الأنبياء أحياء في قبورهم يصلون). অর্থ, আবু ই’য়ালা মওছূলি বলেন আমাকে আবুল জিহাম আল আযরাক ইবনু আলী বর্ণনা করেছেন, তিনি বলেন আমাকে ইয়াহইয়া ইবনু আবী বুকাইর বর্ণনা করেছেন, তিনি বলেন আমাকে মুস্তালিম ইবনে সাঈদ বর্ণনা করেছেন, তিনি হাজ্জাজ থেকে আর তিনি সাবেত আল বুনানি থেকে, তিনি হযরত আনাস ইবনে মালেক (রা.) থেকে। (সনদ সমাপ্ত)। তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, (উচ্চারণ) আল আম্বিয়া আহইয়াউন ফী কুবূরিহিম ইউসাল্লূনা। অর্থাৎ, নবীগণ নিজেদের কবরগুলোতে জীবিত, তারা সালাত পড়েন। (মুসনাদু আবী ই’য়ালা [مسند أبي يعلى الموصلي], হাদীস ক্রমিক নং ৩৪২৫, হাদীসের মান : সহীহ)। এবার হাদীসটির তাহকীক দেখুন,
তাহকীক, ইমাম বায়হাক্বী (রহ.) হাদীসটি আবু ই’য়ালা (أبي يعلى الموصلي) এর সূত্রেই স্বীয় কিতাব حياة الأنبياء في قبورهم এর ২৩ নং পৃষ্ঠায় বর্ণনা করেছেন। ইমাম নূরুদ্দীন আল হাইছামী (রহ.) ‘মাজমাউয যাওয়ায়েদ’ কিতাবে (খ-৮ পৃ-২১১) হাদীসটির রাবীগণ সম্পর্কে লিখেছেন رواه أبو يعلى والبزار ورجال أبو يعلى ثقات অর্থাৎ এটি আবু ই’য়ালা আল মওছূলি এবং ইমাম বাজ্জার উভয়ই তাদের মুসনাদে বর্ণনা করেছেন আর আবু ই’য়ালা এর বর্ণনার সমস্ত রাবী সিকাহ তথা বিশ্বস্ত। শায়খ আলবানী (রহ.) ‘আস সিলসিলাতুস সহীহা’ (السلسلة الصحيحة) কিতাবেও এটি উল্লেখ করেছেন। বলেছেন, এর সনদ সহীহ।
লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী