Home সংবাদ উত্তর আনন্দপুর জামেয়া কুরআনিয়া মাদরাসা

উত্তর আনন্দপুর জামেয়া কুরআনিয়া মাদরাসা

0

জামেয়া কুরআনিয়া মাদরাসা ও এতিমখানা। উত্তর আনন্দপুর। মুন্সীরহাট, ফুলগাজী, ফেনী। এবার জামেয়ার ছবির এ্যালবাম থেকে…. কিছু স্মৃতি

(ফটোগুলো দুঃখজনক কারণে হাইড হয়ে গেছে)

সম্প্রতি অনুষ্ঠিত হয় নূরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের অধীনে নূরানী মাদরাসার সমাপনী পরীক্ষাসমূহ। আল-হামদুলিল্লাহ, নূরানী এ বোর্ড পরীক্ষায় সাফল্যের তালিকায় “উত্তর আনন্দপুর জামিয়া কুরআনিয়া” মাদরাসা সেরা দশ প্রতিষ্ঠানের মধ্যে প্রথমস্থান অর্জন করে। উক্ত পরীক্ষায় মাদরাসার সর্বমোট ৩১ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জন A+ এবং ১৪ জন A সহ বাকিরা বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। প্রামাণ্য স্ক্যানকপি :

জামেয়ার ছাত্রদের নামায শিক্ষা প্রদর্শনী এর একটি চমৎকার ভিডিও

জামেয়ার প্রতিষ্ঠা ২০১৬ ইং। বর্তমান জামেয়ার প্রধান শিক্ষক ও পরিচালক : হযরত মওলানা মুফতি আব্দুর রহমান গিলমান (হাফিঃ), মোবাইল নং +8801816-442094, ফেসবুক একাউন্ট : মু. আব্দুর রহমান গিলমান

নিউজ করেছেন- শিক্ষাবিদ ও গবেষক, মুহাম্মদ নূরুন্নবী এম.এ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here