ইমাম যাহাবী (রহ.)-এর রচনা হতে : ‘জারহু ওয়াত তা’দীল’ এর প্রথিতযশা ইমাম, ইমাম যাহাবী (রহ.) ইমামে আযম আবু হানীফা (রহ.)-এর শ্রেষ্ঠত্ব তুলে ধরে স্বতন্ত্র ‘মানাকীব’ গ্রন্থ রচনা করেন। ইমামে আযমের বিরুদ্ধে তদানীন্তন যুগের বাতিল ফেরকাগুলো উপর্যুপরি মিথ্যা, ইলমি খেয়ানত আর প্রোপাগাণ্ডার যে তুফান ঘটিয়েছিল তা শক্ত হাতে মুকাবিলা করেছেন ইমাম যাহাবীর মত অসংখ্য বরেণ্য ইমাম। তাদের মধ্যে, ইবনু আব্দির বার, ইমাম সুয়ূতী, ইমাম ইবনু তাইমিয়্যাহ, ইবনুল কাইয়ুম (রাহিমাহুমুল্লাহ) অন্যতম। কিন্তু তারপরেও ইমামে আযমের বিরুদ্ধে একশ্রেণীর মিথ্যাবাদীদের অপপ্রচার এখনো চলছে। গুগল সার্চ করলেই দেখা যাবে, ইমামে আযমের বিরুদ্ধে কত পরিমাণে জাল, জঈফ আর মুনকার সূত্রে প্রোপাগাণ্ডার তুফান হয়ে আছে। এবার ইমাম যাহাবীর মত বিশ্ববিখ্যাত ইমাম হযরত ইমাম আবু হানীফা (রহ.) সম্পর্কে কী লিখছেন দেখুন,
قال محمد بن سعد العوفي : سمعت يحيى بن معين يقول : كان أبو حنيفة ثقة لا يحدث بالحديث إلا بما يحفظه ، ولا يحدث بما لا يحفظ .كان أبو حنيفة ثقة لا يحدث بالحديث إلا بما يحفظه ، ولا يحدث بما لا يحفظ .
وقال صالح بن محمد : سمعت يحيى بن معين يقول : كان أبو حنيفة ثقة في الحديث ، وروى أحمد بن محمد بن القاسم بن محرز ، عن ابن معين : كان أبو حنيفة لا بأس به . وقال مرة : هو عندنا من أهل الصدق ، ولم يتهم بالكذب . ولقد ضربه ابن هبيرة على القضاء ، فأبى أن يكون قاضيا .
অর্থাৎ মুহাম্মদ ইবনে সা’আ আল-আওফী বলেন, আমি ইয়াহইয়া ইবনে মাঈন (রহ.)-কে বলতে শুনেছি, আবু হানীফা (রহ.) একজন ছিকাহ (বিশ্বস্ত) ছিলেন, তিনি যা মুখস্থ রাখতেন তাই বর্ণনা করতেন, যা মুখস্থ রাখতেন না তা তিনি বর্ণনা করতেন না। মুহাম্মদ ইবনে ছালেহ বলেন, আমি ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন (রহ.)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আবু হানীফা হাদীসের জগতে একজন ছিকাহ (নির্ভরযোগ্য), আহমদ ইবনে মুহাম্মদ ইবনে কাশিম ইবনে মুহরিয ইমাম ইবনে মাঈন থেকে বর্ণনা করেছেন যে, (তিনি বলেছেন) আবু হানীফা (রহ.)-এর (হাদীস বর্ণনার) ক্ষেত্রে কোনোই সমস্যা নেই। আরেকবার বলেন, তিনি আমাদের নিকট একজন সত্যবাদী। উনাকে মিথ্যার সাথে অভিযুক্ত করা যাবেনা। তাঁকে ইবনুল হুবায়রাহ (ইরাকের সুপ্রিম) বিচারপতির দায়িত্ব পেশ করেছিলেন কিন্তু তিনি দায়িত্ব গ্রহণে অসম্মতি প্রকাশ করেন। (সূত্র: ইমাম যাহাবী সংকলিত ‘সিয়ারু আলামিন নুবালা’ খণ্ড নং ৬ পৃষ্ঠা নং ৩৯৫)। প্রামাণ্য স্ক্যানকপি দ্রষ্টব্য :-
লিখক, শিক্ষাবিদ ও গবেষক, প্রিন্সিপাল নূরুন্নবী এম.এ