Home কাদিয়ানী মতবাদ খণ্ডন আকাশ হতে কেউ অবতীর্ণ হবেনা?

আকাশ হতে কেউ অবতীর্ণ হবেনা?

0

মির্যা গোলাম আহমদ কাদিয়ানীর বইতে থাকা বিপরীতমুখী কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরছি,

ঈসা (আ.) আকাশ হতে অবতীর্ণ হবে না –

মির্যা কাদিয়ানী সাহেব নিজ সত্তাকে ‘ঈসা মসীহ’ এর জায়গায় প্রতিষ্ঠিত করতে একদিকে পবিত্র কুরআনের অসংখ্য আয়াতকে অপব্যাখ্যা দিয়েছিল, অপরদিকে ইসলামের অথেনটিক শিক্ষার বিরুদ্ধে গিয়েও ঈসা (আ.) সম্পর্কে বাগাড়ম্বর করে লিখেছে, “প্রতিশ্রুত মসীহের আকাশ হতে অবতরণ একটি মিথ্যা ধারণা মাত্র। স্মরণ রেখো! কেউ আকাশ হতে অবতীর্ণ হবে না।” (তাযকিরাতুশ শাহাদাতাঈন-৭৯ বাংলা অনূদিত)।

প্রামাণ্য স্ক্যানকপি দ্রষ্টব্য

মির্যা গোলাম আহমদ কাদিয়ানীর বইয়ের আরেক জায়গায় কী লিখা আছে এবার সেটিও দেখুন!

আকাশ হতে মির্যায়ী জনৈক বংশীয় পুরুষ অবতীর্ণ হবে –

মির্যা কাদিয়ানী সাহেব লিখেছেন,

خدا تعالیٰ نے ایک قطعی اور یقینی پیشگوئی میں میرے پر ظاہر کر رکھا ہے میرے ہی ذریت سے ایک شخص پیدا ہوگا جسکو کئی باتوں میں مسیح سے مشابہت ہوگی وہ آسمان سے اترے گا اور زمین والوں کی راہ سیدہی کر دے گا.

অর্থাৎ খোদাতায়ালা একটি অকাট্য এবং বিশ্বাসযোগ্য ভবিষৎবাণীর মধ্যে আমার উপর প্রকাশ করে রেখেছেন যে, আমার বংশধর থেকে এক ব্যক্তি জন্ম নেবে। মাসীহ’র সাথে তার কিছু সামঞ্জস্যতা থাকবে। সে আকাশ থেকে অবতরণ করবে এবং দুনিয়াবাসীর পথ সোজা করে দেবে।” (রূহানী খাযায়েন খন্ড নং ৩ পৃষ্ঠা নং ১৮০)।

প্রামাণ্য স্ক্যানকপি দ্রষ্টব্য

শেষকথা– মির্যা কাদিয়ানী সাহেব এক মুখে দুইরকম কথা বললেন। আকাশ থেকে কেউ অবতীর্ণ হবেনা! আবার লিখলেন, তার জনৈক বংশীয় পুরুষ মসীহ’র মাসীল হিসেবে অবতীর্ণ হবে। আমার বুঝে আসেনা, এধরণের মানুষের কথায় ওরা কিভাবে আস্থা রাখতে পারে? অবিশ্বাস্য হলেও সত্য যে, মির্যা সাহেবের এধরণের স্ববিরোধ কথাবার্তার ফিরিস্তি তুলে ধরলে তা সহজে শেষ হবেনা। অপ্রিয় হলেও সত্য, মির্যা কাদিয়ানীর স্ত্রী এবং তার পুত্র মির্যা বশির আহমদ এম.এ এর সাক্ষ্যমতে তিনি হিস্টিরিয়া এবং সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন। যার ফলে তিনি কখন কী বলতেন, কী দাবী করতেন তার কোনো ঠিক-ঠিকানা ছিলনা। কিন্তু তার বর্তমান অনুসারীদের এগুলো বুঝানোর সাধ্য কারো নেই। কারণ তাদের অধিকাংশই নির্বোধ, ব্রেইনওয়াশ। আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুন।

লিখক, শিক্ষাবিদ ও গবেষক, প্রিন্সিপাল নূরুন্নবী এম.এ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here