Home কাদিয়ানীর আসল রূপ শয়তান কী জন্য মির্যা কাদিয়ানীর প্রতিও অবতীর্ণ হত?

শয়তান কী জন্য মির্যা কাদিয়ানীর প্রতিও অবতীর্ণ হত?

0

মির্যা গোলাম আহমদ কাদিয়ানীর প্রতি কি শয়তান অবতীর্ণ হত?

মির্যা কাদিয়ানীর প্রতি কথিত ওহী ইলহাম শয়তানের পক্ষ থেকেই হত। কারণ সে ছিল মস্তবড় একজন প্রতারক এবং জঘন্য মিথ্যাবাদী।

উল্লেখ্য, শয়তানের পক্ষ থেকে যা অবতীর্ণ হবে তাকে ওহীয়ে শয়তানী (শয়তানের প্ররোচনা) বলা হয়।

আল্লাহ নিজেই পবিত্র কুরআনে ইরশাদ করেছেন,

سورة الشعراء – الآية 221. قوله تعالى : هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم

  • অর্থ – আমি কি আপনাকে জানান দেব না যে, শয়তানরা কাদের প্রতি অবতীর্ণ হয়? (হ্যাঁ) তারা প্রত্যেক পাপিষ্ঠ এবং জঘন্য মিথ্যাবাদীর প্রতি অবতীর্ণ হয়।
  • – সূরা আশ শু’আরা ২২১

আল্লাহতালা পবিত্র কুরআনের অন্য আরেকটি সূরায় আরও ইরশাদ করেছেন,

وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ

  • অর্থাৎ “শয়তানরা তাদের বন্ধুদের নিকট ওহী করে (তথা প্ররোচনা দেয়), যাতে তারা তোমাদের সাথে ঝগড়াবিবাদ করে। আর যদি তোমরা তাদের আনুগত্য করো তবে নিশ্চয়ই তোমরা মুশরিক।”
  • – সূরা আন’আম ১২১

প্রশ্ন করতে পারেন যে, মির্যা কাদিয়ানী মিথ্যাবাদী ছিল, আপনি কি প্রমাণ করতে পারবেন?

উত্তরে বলা হবে যে, জ্বী হ্যাঁ। অবশ্যই তা প্রমাণ করতে পারব, ইনশাআল্লাহ। একজন সত্যের সন্ধানী মানুষের জন্য এ একটি উদাহরণই যথেষ্ট। পড়তে ক্লিক করুন।

যাইহোক, এবার আপনাকে দেখাতে চাই যে, মির্যা কাদিয়ানী নিজেও শয়তানী ওহী ইলহাম এর কনসেপ্ট স্বীকার করতেন। এ যেমন তিনি লিখেছেন,

یاد رہے کہ وہ کاہن جو عرب میں آنحضرت صلی اللہ علیہ وسلم کے ظہور سے پہلے بکثرت تھے ان لوگوں کو بکثرت شیطانی الہام ہوتے تھے اور بعض وقت وہ پیشگوئیاں بھی الہام کی ذریعے سے کیا کرتے تھے اور تعجب یہ ہیں کہ ان کی بعض پیشگوئیاں سچی بھی ہوتی تھیں۔

অর্থাৎ “স্মরণ রাখবে যে, রাসূল (সা.)-এর আত্মপ্রকাশের পূর্বে আরবে অধিক সংখ্যক গণক ছিলো। তাদেরও বহু পরিমাণে শয়তানী ইলহাম হত। কোনো কোনো সময় তারা ইলহামের মাধ্যমে ভবিষ্যৎবাণী করতো আবার তাদের কিছু কিছু ভবিষ্যৎবাণী সত্যও হতো।” (জরুরাতুল ইমাম, রূহানী খাযায়েন ১৩/৪৮৮)।

লিখক, শিক্ষাবিদ ও গবেষক

প্রিন্সিপাল নূরুন্নবী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here