Home কাদিয়ানীর আসল রূপ জারজ সন্তান বলে মির্যা কাদিয়ানীর গালিগালাজ

জারজ সন্তান বলে মির্যা কাদিয়ানীর গালিগালাজ

0
জারজ সন্তান বলে মির্যা কাদিয়ানীর গালিগালাজ

মির্যা গোলাম আহমদ কাদিয়ানী নিজ হাতে রচিত তার পুস্তকে তার বিরোধিতাকারীদের ‘জারজ সন্তান’ বলে গালি দিয়েছে।

দেখুন, রূহানী খাযায়েন খণ্ড ৯ পৃষ্ঠা ৩১।

সম্পূর্ণ লিখাটি এই যে,

উর্দূ/মূল কন্টেন্ট :

اب جو شخص اس صاف فیصلہ کے برخلاف شرارت اور عناد کی راہ سے بکواس کرے گا اور اپنی شرارت سے بار بار کہے گا کہ عیسائیوں کی فتح ہوئی اور کچھ شرم اور حیا کو کام نہیں لائے گا اور بغیر اس کے جو ہمارے اس فیصلہ کا انصاف کے رو سے جواب دے سکے انکار اور زبان درازی سے باز نہیں ائے گا اور ہمارے فتح کا قائل نہیں ہوگا تو صاف سمجھا جائے گا کہ اس کو ولد الحرام بننے کا شوق ہیں اور حلال زادہ نہیں۔

অর্থাৎ “এখন যে কেউ এই স্পষ্ট সিদ্ধান্তের বিপরীতে ধৃষ্টতা ও একগুঁয়েমির মাধ্যমে অর্থহীন কথা বলবে, এবং নিজ ধৃষ্টতার সাথে বারবার বলবে যে খ্রিস্টানরা বিজয়ী হয়েছে এবং কোনো লজ্জা বা বিনয় ব্যবহার করবে না এবং আমাদের সিদ্ধান্তের প্রতি ন্যায়সঙ্গতভাবে সাড়া দেয় এমন কেউ ছাড়া, আর যেই তা অস্বীকার ও বাড়াবাড়ি করা থেকে বিরত না থাকবে, এবং আমাদের বিজয়ের বিষয়ে কায়েল (স্বীকারকারী) হবেনা, তাহলে স্পষ্টই বোঝা যাবে যে সে লোক ওয়ালাদুল হারাম অর্থাৎ জারজ; বরং সে জারজ সন্তান হওয়ারই ইচ্ছা রাখে।”

(মির্যা কাদিয়ানীর রচনা ‘আনওয়ারুল ইসলাম’ পৃষ্ঠা নং ৩০, রচনাসমগ্র রূহানী খাযায়েন ৯/৩১)।

আফসোস! কাদিয়ানীদের কথিত বুরুজি নবী ও কৃষ্ণের অবতার এবং মসীহ ও মাহদী মির্যা কাদিয়ানী ইবনে চেরাগ বিবি এর বিরোধীদের উদ্দেশ্যে এ কেমন অশালীন গালিগালাজ!!

কিন্তু সাধারণ কাদিয়ানীরা এতই ব্রেইন ওয়াশ এবং কাল্ট যে, তাদেরকে এগুলো বিশ্বাস করানোই যায় না। এভাবে মির্যা কাদিয়ানীর নিজ হস্তে লিখিত পুস্তকের ছবি, মূল ট্যাক্টস অনুবাদ সহ তুলে ধরার পরেও তারা তোতাপাখির মত বলবে,

না না, এগুলো সব মিথ্যা আর বানোয়াট!!

লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী
অ্যাডমিন- রদ্দে কাদিয়ানী অ্যাপস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here