প্রশ্ন : আহমদীয়া তথা কাদিয়ানী কমিউনিটির প্রতিষ্ঠাতা ভারতের পাঞ্জাবের কাদিয়ান গ্রামে জন্মগ্রহণকারী মির্যা গোলাম আহমদ কাদিয়ানীর “শেষনবী” দাবীও কি ছিল?
উত্তর :- ভারতীয় বংশোদ্ভূত মির্যা গোলাম আহমদের “নবী ও রাসূল” দাবী তো সুস্পষ্ট একটি প্রমাণিত ইতিহাস, কিন্তু সে যে শেষনবী দাবীও করেছিল তা কিন্তু অনেকেই জানেনা। বেশ কিছু দিন আগের কথা, বাংলাদেশের কাদিয়ানী জামাতের ন্যাশনাল আমীর আব্দুল আউয়াল সাহেব তার এক বক্তব্যে বললেন,
“মির্যা গোলাম আহমদ কাদিয়ানী কখনো শেষনবী দাবী করেননি, তার শেষনবী দাবী নেই; আর আমরা তাকে শেষনবী মানিনা। হ্যাঁ আমরা তাকে “উম্মতিনবী” হিসেবে মানি।” (কাদিয়ানীদের সত্যের ‘সন্ধানে অনুষ্ঠানে’ জনৈক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে আব্দুল আউয়াল একথা বলে, ভিডিওটির ক্লিপ আমাদের সংরক্ষণে আছে)।
এবার দেখুন, মির্যা গোলাম আহমদ কাদিয়ানীর শেষনবী দাবী ছিল কিনা?
মির্যা বশির আহমদ এম.এ তত্ত্বাবধানে প্রকাশিত ‘দৈনিক আল ফজল’ পত্রিকা থেকে সরাসরি অনুবাদঃ-
- “আমরা হযরত সাহেবের আবির্ভাবের পূর্বেকার মুসলমানদের সকল ফেরকাকে নিঃসন্দেহে মুসলমানই বলতাম। বৈধভাবে এরকমই বলা হত। কিন্তু যখন আখেরি নবী এবং মামুর মিনাল্লাহ (শেষনবী এবং আল্লাহর পক্ষ হতে আদিষ্ট) এর প্রকাশ ঘটল এবং শেষে ঐ সময়টি এসে গেল যে, দুধকে পানি থেকে পৃথক করা গেল। এতে বিপরীতমুখী দুইটি পক্ষ সৃষ্টি হয়ে গেল। অর্থাৎ মুমিন এবং কাফের। হযরত সাহেবকে (অর্থাৎ গোলাম আহমদকে) মান্যকারী মুমিন হিসেবে সাব্যস্ত আর মোহাম্মদ রাসূলুল্লাহ এবং অন্যান্য নবীগণের জামাতসমূহ যারা এই শেষনবীকে মানেনি, (তারা) কাফের সাব্যস্ত।”
(দৈনিক আল ফজল, তারিখ ০৮.০৬.১৯১৪, পৃষ্ঠা নম্বর ১৪, কলাম নম্বর ৩ দ্রষ্টব্য। এডিটর মির্যাপুত্র মির্যা বশির আহমদ এম.এ)।
অপ্রিয় হলেও সত্যকথা, এ দেশের মানুষ সাধারণত উর্দূ পড়তে পারেনা বলেই কাদিয়ানী নেতারা তাদেরকে খুব সহজেই ধোকা দিতে পারে। কারণ, কাদিয়ানী জামাতের বিরুদ্ধে বিশ্বের ইসলামি বিশেষজ্ঞ ও গবেষক উলামায়ে কেরাম যে সমস্ত চরম আপত্তিকর ও কুফুরি বিশ্বাসের দরুন তাকফীর (কাফের ফাতাওয়া) দিয়েছেন তার সিংহভাগই তাদের উর্দূ সাহিত্য রচনাবলীতেই বিদ্যমান। যা ওরা সাধারণ মানুষের কাছ থেকে দূরে রাখে, সর্বসাধারণ আহমদীয়া কাদিয়ানীরা কল্পানাতেও চিন্তা করতে পারেনা। আর তাদের বেশিরভাগ বাংলা লিটারেচারগুলোয় সেসব স্পর্শকাতর মতবাদের লেশমাত্রও খোঁজে পাওয়া যায়না।
লিখক, শিক্ষাবিদ ও গবেষক
প্রিন্সিপাল মুহাম্মদ নূরুন্নবী