কাফের, মুসলিম, মুমিন এগুলো কার পরিভাষা? ইসলামের পরিভাষা। ইসলাম গ্রহণ করলে তাকে কী বলে? মুসলিম বলে। ঈমান আনলে কী বলে? মুমিন বলে। কুফুরি করলে কী বলে? কাফের বলে। তো আপনি ইসলাম গ্রহণ করবেন, আপনাকে মুসলমান বলা যাবে। আপনি ঈমান আনবেন, আপনাকে মুমিন বলা যাবে। তাহলে কুফুরি করলে কাফের বলা যাবেনা? কি হাস্যকর লজিক! এটা কেমন হাস্যকর লজিক!! কুফুরি / কাফের শুনতে যদি কষ্ট লাগে, তাহলে কুফুরি করেন কেন? কুফুরি ছেড়ে দাও, তওবা করো, ইসলাম গ্রহণ কর। তোমাকে কেউ কাফের বলবেনা। তুমি ইসলামের কাজ করবানা, কুফুরি করবা, আবার মুসলিম নামডাক শুনবা, এত নোল পরে কেন?
আবু মুহাম্মদ রহমানী (হাফিজাহুল্লাহ)।