ছিঃ একজন নবী দাবীদারের এ কেমন বিদ্রূপাত্মক কথাবার্তা! একবার বলল, ঈসাকে সম্মান করি, আবার বলল, তাঁর কোনরূপ শ্রেষ্ঠত্ব তিনি দেখেন নি।
এখন এমন ব্যক্তিও কী করে আপনা দাবীতে সত্য হন?
মির্যা কাদিয়ানীর বই থেকে (তিনি লিখলেন), ‘আমরা হযরত ঈসাকে (আ.) সম্মান করি ও তাঁকে খোদা তা’লার নবী বলে বিশ্বাস করি।’ (চশমায়ে মসীহি, ভূমিকা অংশ)। স্ববিরোধ কথা : ‘আমি এই বিষয়ে ঈসা মসীহ’র কোনরূপ শ্রেষ্ঠত্ব দেখতে পাই নি। তাঁর সম্বন্ধে যে অলৌকিক কাজ বর্ণিত আছে তদ্রূপ বরং তদাপেক্ষা অধিকতর অলৌকিক কাজ ও ঘটনা আমাতেই পূর্ণ হচ্ছে। (চশমায়ে মসীহি বাংলা অনূদিত পৃষ্ঠা নং ১৬)। প্রামাণ্য স্ক্যানকপি-
মির্যা সাহেবের নিকট ঈসা (আ.)-এর মর্যাদা :
মির্যা কাদিয়ানী সাহেব ঈসা (আ.) সম্পর্কে মনেপ্রাণে এই বিশ্বাস রাখতেন যে, তিনি মদ পান করতেন। নাউযুবিল্লাহ। যেমন তিনি লিখেছেন, “ইউরোপের লোকদের মদ যত অনিষ্ট করিয়াছে, তাহার কারণ এই যে, ঈসা (আ.) মদ্যপান করিয়াছেন।” (কিশতিয়ে-নূহ ৮৫, বাংলা নবম মুদ্রণ জুন ২০১৮ইং)। স্ক্রিনশট-
শেষকথা : মির্যা কাদিয়ানী লিখেছেন: মিথ্যাবাদীর কথায় অবশ্যই স্ববিরোধীতা হয়ে থাকে। (রূহানী খাযায়েন: ২১/২৭৫)। অতএব এবার মির্যা কাদিয়ানী তারই স্ববিরোধী কথার কারণে কী সাব্যস্ত হলেন একটু ভেবে দেখবেন কি? এমন একজন মিথ্যাবাদীকে দুনিয়ার সমস্ত মুসলমান কিজন্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন তা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের ঈমানকে রক্ষা করুন। আমীন।
লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী